
এবিএনএ : একই সঙ্গে হাত-পা বেঁধে কিশোরকে নির্যাতনের ঘটনায় সমালোচনার ঝড় বইছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে হাত-পা বেঁধে ওই কিশোরকে অমানুষিক নির্যাতন করেন আবু তাহের। একাধিকবার বাধা দিয়ে কাজ না হওয়ায় সন্তানকে নির্যাতনের দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন মা। নির্যাতনের সময় ঘটনাস্থলে উপস্থিত কেউ একজন মোবাইলে ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
দারোরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান বলেন, ফেসবুকে ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিওটি দেখেছি। কিশোরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে পা দিয়ে আঘাত করে অমানবিক নির্যাতন করেছেন আবু তাহের। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে প্রশাসন। সেই সঙ্গে কার্যকরী পদক্ষেপ নেবে। জানতে চাইলে মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, ওই কিশোরকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আবু তাহের পালাতক রয়েছেন। তাকে গ্রেফতার করতে মাঠে নেমেছে পুলিশ।
Share this content: