এ বি এন এ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সফররত চীনা প্রতিরক্ষামন্ত্রী চ্যাং ওয়ানকুয়ান। সোমবার সকাল নয়টায় গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সেখানে উপস্থিত ছিলেন।
তিনদিনের সফরে শনিবার বাংলাদেশে আসেন চ্যাং ওয়ানকুয়ান। তার সঙ্গে ৩৯ জনের একটি প্রতিনিধি দলও রয়েছে।