এ বি এন এ : নেদারল্যান্ডস সফরে গিয়ে এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ডাচ পার্লামেন্ট পরিদর্শনে গেলে তার সঙ্গে করমর্দন করেননি বর্ণবাদবিরোধী দলের এক এমপি।
তুর্কি বংশোদ্ভূত এই এমপির নাম তুনাহান কুজু। নেদারল্যান্ডসে তার বর্ণবাদবিরোধী দলের নাম দেঙ্ক (চিন্তা)। তিনি ২০১৪ সালে অভিবাসীদের প্রতিনিধিত্ব করতে এ দলটি গঠন করেন।
করমর্দন না করার যুক্তি হিসেবে এই ডাচ এমপি বলেন, ‘অধিকৃত ভূমিতে ইসরাইলি সেনাশাসনের অধীনে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের বিরুদ্ধে ডাচ জনগণের মনোভাব জানাতে আমি এটি করেছি।’
বুধবারের এ ঘটনার ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে দেখা যায়, পার্লামেন্ট পরিদর্শনে যাওয়া নেতানিয়াহুকে অভ্যর্থনা জানাতে কয়েকজন ডাচ এমপি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি একেক করে এমপিদের সঙ্গে করমর্দন করে এগোচ্ছেন।
একপর্যায়ে ফিলিস্তিনি পতাকার আদলে কোট-পিন পরিহিত তুনাহানের সঙ্গে নেতানিয়াহু করমর্দন করতে গেলে তিনি তার হাত সরিয়ে নেন। পরে ওই এমপি নিজের হাত পেছনে নিয়ে যান। এসময় বিষয়টি গুরুত্ব না দেয়ার ভান করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেন ইসরাইলি প্রধানমন্ত্রী।
এদিকে, এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তুনহানের পক্ষে-বিপক্ষে সমালোচনার ঝড় উঠেছে। খোদ ইসরাইলি গণমাধ্যমগুলোতেও গুরুত্ব দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে।