নিকারাগুয়ায় নির্বাচন সংক্রান্ত সহিংসতায় নিহত ৫

এবিএনএ : নিকারাগুয়ায় সপ্তাহান্তে স্থানীয় নির্বাচন সংক্রান্ত সহিংসতায় কমপক্ষে পাঁচজন নিহত ও ১১ জন আহত হয়েছে। পৌরসভার এ নির্বাচনে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার দল জয়লাভ করে। গতকাল সোমবার বিভিন্ন দলের নেতা ও স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। গ্রুপের নেতা জর্জ হেনরিকুয়িজ এএফপিকে বলেন, নিকারাগুয়ার ক্যারিবীয় উপকূলের প্রত্যন্ত স্যান্ডি বে সিরপিতে সহিংসতায় দু’জন নিহত হয়েছে। তারা দু’জনই ইয়াতামা দলের সদস্য।দলের মুখপাত্র জর্জ ইরিয়াস সংবাদমাধ্যমকে বলেন, নিকারাগুয়ার উত্তরাঞ্চলীয় উইউইলি শহরে পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার সময় ডানপন্থী লিবারেল কনস্টিটিউশনালিস্ট পার্টি এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়। দলের নেতারা জানান, নিকারাগুয়ার উত্তরাঞ্চলীয় ইয়ালি শহরে সিটিজেন ফর লিবার্টি পার্টির অপর দুই সদস্য নিহত হয়েছে। তবে নিকারাগুয়া পুলিশ এসব সহিংসতার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন বিবৃতি দেয়নি।
Share this content: