এ বি এন এ : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দশমবারের মতো বাজেট উপস্থাপন করছেন বৃহস্পতিবার। নতুন অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন তিনি।
জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, গত জানুয়ারিতে আমি ৮৩ বছরে পদার্পণ করেছি। আজকের বাজেটটিসহ আমি এ দেশের মোট ১০টি বাজেট উপস্থাপন করছি, যা ব্যক্তিগতভাবে আমার জন্য অত্যন্ত খুশি ও গৌরবের বিষয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সময়ে আটটি বাজেট উপস্থাপন করেছেন তিনি। এর আগে হুসেইন মুহম্মদ এরশাদের অর্থমন্ত্রী থাকার সময়ে দুটি বাজেট উপস্থাপন করেছিলেন তিনি।