জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়েছিল’

এ বি এন এ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘নারায়ণগঞ্জের পাইকপাড়ায় সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করার সুযোগ দেয়া হয়েছিল। জঙ্গিরা পুলিশের ওপর গ্রেনেড ও গুলি ছোড়ায় বাধ্য হয়ে অভিযান চালানো হয়েছে।’
শনিবার নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে এক জঙ্গির সঙ্গে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার কথিত সমন্বয়কারী তামিম চৌধুরীর ছবির হুবহু মিল রয়েছে বলে জানান তিনি।
আইজিপি বলেন, ‘এতে স্পষ্ট, তিনি তামিম হবেন। তামিমই নিউ জেএমবির সামরিক শাখার নেতৃত্ব দিচ্ছিলেন। গুলশানসহ সব হামলাই নিউ জেএমবি চালিয়েছে।’
‘অপারেশন হিটস্ট্রং-২৭’ নামে এক ঘণ্টার ওই অভিযানে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট, সোয়াট ও স্থানীয় পুলিশ অংশ নেয় বলে জানান তিনি।

Share this content:

Back to top button