জাতীয়বাংলাদেশলিড নিউজ

চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক মাহফুজ উল্লাহ

এবিএনএ: চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক মাহফুজ উল্লাহ। রবিবার ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

প্রখ্যাত এই সাংবাদিক দীর্ঘদিন থেকেই হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিত কয়েকটি সমস্যায় ভুগছিলেন। ১৯৫০ সালের ১০ মার্চ নোয়াখালিতে জন্ম নেওয়া সাংবাদিক মাহফুজ উল্লাহ দেশের একজন প্রখ্যাত সাংবাদিক। ছাত্রজীবনে থেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকা মাহফুজ উল্লাহ ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবেও কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন।

Share this content:

Back to top button