বাংলাদেশরাজনীতিলিড নিউজ

সারাদেশে বিএনপির সমাবেশ ২৩ নভেম্বর

এবিএনএ: দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে সমাবেশ করবে বিএনপি। ২৩ নভেম্বর এই সমাবেশ হবে। মঙ্গলবার সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমাবেশের ঘোষণা দেন।

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা ২৩ নভেম্বর ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করব। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টায় এই প্রতিবাদ সমাবেশ হবে।’

সরকারকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়ার জামিনে কোনো বাধা দেবেন না। তার পছন্দমত হাসপাতালে সুচিকিৎসার নেওয়ার সুযোগ দিন।’

Share this content:

Back to top button