
এবিএনএ: রাজধানীতে একটির পর একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলছে। বেশীর ভাগ ক্ষেত্রেই কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এবং অসচেতনতাই এই অগ্নিকাণ্ডের মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আজ আবারো রাজধানীর চকবাজারে সিরামিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। জানা যায় মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে এই আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার।
তিনি জানান, চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে পাঁচতলা ভবনের পাঁচতলায় একটি সিরামিক গোডাউনে আগুন লেগেছিলো। পরে বেলা সাডে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুনের কারণ এবং হয়েছেন ক্ষতির পরিমাণ তদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
Share this content: