এ বি এন এ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করা হয়েছে। রোববার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে এ আবেদন করেন। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং আদেশ পরে দেবেন বলে জানান।
মামলার বিবরণি থেকে জানা যায়, গত ১ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত মহান মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া অভিযোগ করে বলেন, “প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় আড়াই হাজার কোটি টাকার কাছাকাছি যা ৩০০ মিলিয়ন ডলারের সমান কখনও অর্জন করেননি, তার অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে আসলো?”
এছাড়াও তিনি বলেন, “৩০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ সরকার। সাংবাদিক শফিক রেহমান এ তথ্য উৎঘাটিত করায় তাকে গ্রেফতার করা হয়েছে।”
খালেদা জিয়া ওই বক্তব্য দেওয়ায় বাদী দন্ডবিধি ৫০০ (মানহানি) ও ১৫৩ (দেশে বিশৃঙ্খলা ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিল) ধারায় মামলা আবেদন করেছেন।