জাতীয়বাংলাদেশলিড নিউজ

কুসিক নির্বাচন কারও প্রতি শৈথিল্য দেখানো যাবে না: সিইসি

এবিএনএ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, কুমিল্লার নির্বাচনে কারও প্রতি কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না। শনিবার সকালে জেলা শিল্পকলা মিলনায়তনে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ ও অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান।
কুমিল্লা জেলা প্রশাসক জাহাংগীর আলমের সভাপতিত্বে মতবিনিময় আরও বক্তব্য রাখেন- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, জেলা আনসার কমানডেন্ট শফিকুল আলম প্রমুখ।
ভোট গ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমার অর্ডার, নির্বাচনে কারও প্রতি শৈথিল্য দেখানো যাবে না। ভোট কেন্দ্রে কোনো ব্যক্তি বা দলীয় প্রভাবশালী কেউ অকারণে প্রবেশ করলে তাকে কঠোরভাবে প্রতিহত করবেন।’
তিনি বলেন, ‘ভোট কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার চেয়ে বড় প্রভাবশালী আর কেউ নেই। তার অধীনে থাকবে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সিইসি বলেন, ‘প্রয়োজন হলে কল করা মাত্র কয়েক মিনিটেই আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা কেন্দ্রে চলে আসবে।’
তিনি আরও বলেন, ‘আমি কুমিল্লায় দুই বছর জেলা প্রশাসক ছিলাম, কুমিল্লার মানুষের প্রতি আমার আস্থা রয়েছে, কুমিল্লার নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে। আমার বিশ্বাস, কুমিল্লার মানুষ এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে না।’ আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে।

Share this content:

Related Articles

Back to top button