আমেরিকা

১৮ বছর ধরে ট্রাম্পের কর ফাঁকি

এ বি এন এ : যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত ১৮ বছর ধরে কর ফাঁকি দিচ্ছেন। ১৯৯৫ সালে ট্রাম্প তার আয়কর বিবরণীতে ব্যবসায়ে ৯১ কোটি ৬০ লাখ ডলারের ক্ষতি দেখিয়ে ১৮ বছর ধরে  সরকারকে কোনো আয়কর দেননি।

দ্য নিউইয়র্ক টাইমস-এ শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প আয়কর বিবরণীতে ব্যবসায়ে ক্ষতির পরিমাণ এত বেশি দেখিয়েছিলেন যে, তিনি বৈধ উপায়ে কর এড়িয়ে যেতে সক্ষম হয়েছেন।

ট্রাম্পের প্রচার শিবির ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশের বিষয়টি অস্বীকার করেছে। তারা ট্রাম্পের ব্যবসায়ে ক্ষতির বিষয়টি নিশ্চিত বা স্বীকার করেনি।

অন্যদিকে, ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন তার আয়কর যথেষ্ট পরিমাণে দেখিয়েছেন।

গত সপ্তাহে হিলার-ট্রাম্পের প্রথম টেলিভিশন বিতর্কে হিলার ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আয়কর বিবরণী প্রকাশ না করি তিনি ‘গুরুত্বপূর্ণ’ কিছু লুকাচ্ছেন।

হিলার ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সরকারকে আয়কর পরিশোধ না করার বিষয়ে অভিযুক্ত করেন। তখন ট্রাম্প এর উত্তরে বলেন, ‘এটি আমাকে বিচক্ষণ করেছে।’

আয়কর বিবরণী প্রকাশ না করে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে কমপক্ষে ৪০ বছরের প্রথা ভেঙেছেন ট্রাম্প। সব প্রেসিডেন্ট প্রার্থীই তাদের আয়কর বিরণী প্রকাশ করেছেন। স্বচ্ছতার রীতি বজায় রাখার জন্যই তা করা হয়।

 

Share this content:

Back to top button