বিনোদনলিড নিউজ

দুই নায়িকার প্রকাশ্যে চুম্বন, ভাইরাল ভিডিও

এবিএনএ: একে অন্যের ঠোঁটে ঠোঁট। গভীরভাবে দুই নায়িকা চুম্বন করলেন। অন ক্যামেরা। না! এ কোনও ফিল্মি দৃশ্য নয়। বাস্তব ঘটনা। আর তাতেই ফের শিরোনামে উঠে এলেন নিয়া শর্মা। সম্প্রতি বলিউডের একটি হোলি পার্টিতে গিয়েছিলেন নিয়া। সেখানে ঢোকার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সেই মুহূর্তে উপস্থিত ছিলেন অভিনেত্রী রেহনা পণ্ডিত। পার্টিতে ঢোকার আগে সকলের সামনেই একে অপরকে চুম্বন করেন দুই নায়িকা। সেই ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

নিয়া এবং রেহানা ভাল বন্ধু। কয়েক বছর আগে একসঙ্গে ‘জামাই রাজা’ নামে একটি শো করতেন তারা। তাদের ফ্যাশন স্টেটমেন্টও ইন্ডাস্ট্রির আলোচনায় থাকে। আবার শপিং অথবা ডিনারেও এই দুই নায়িকাকে অনেক সময়ই একসঙ্গে দেখা যায়। কিন্তু এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু কুরুচিকর মন্তব্যও সহ্য করতে হয়েছে তাদের। যদিও সেসব নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি তারা।

ভিডিও…

Share this content:

Back to top button