আইন ও আদালতবাংলাদেশ
এমপি লিটন হত্যা : মুকুল ও সাইফুলের ৩ দিনের রিমান্ড

এবিএনএ : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার ডিএম মাসুদুর রহমান মুকুল ওরফে মুকুল মিসকিন (৪৪) ও সাইফুল ইসলামের (২৫) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুর ১২টার দিকে গাইবান্ধার (সুন্দরগঞ্জ) আমলী আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুফ এ রিমান্ড মঞ্জুর করেন।
মিসকিন মুকুল মানবতাবিরোধী অপরাধ মামলার গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি জামায়াতের সাবেক এমপি আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজের একান্ত সহকারী (এপিএস) ছিলেন। তিনি সুন্দরগঞ্জ উপজেলার ইমামগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও তারাপুর ইউনিয়নের চৈতন্ন বাজার গ্রামে মৃত. দেলদার হোসেনের ছেলে।
এছাড়া সাইফুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইউনুস আলীর ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মো. আনিছুর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চৈতন্ন বাজার গ্রামের নিজ বাড়ী থেকে মিসকিন মুকুল ও সুন্দরগঞ্জ উপজেলা সদর থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত. ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জের শাহবাজ গ্রামে নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে আহত হন সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। গুরুত্বর আহতাবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। ১ ডিসেম্বর এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদি হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় এপর্যন্ত শতাধিক সন্দেহভাজনদের আটক করে জিজ্ঞাসাবাদ করে ২৩ জনকে ওই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে এই দুইজনসহ মোট ১২ জনকে বিভিন্ন মেয়াদে পুলিশ রিমান্ডে নিল।
Share this content: