লিড নিউজশিক্ষা

আন্দোলনের সমাপ্তি, ক্লাস–পরীক্ষায় ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা

এবিএনএ: দাবি পূরণ হওয়ায় ক্লাস–পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রমে ফেরার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার বিকেলে বুয়েটের শহীদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। সংবাদ সংম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান প্রতিষ্ঠানটির ২০১৫ ব্যাচের ছাত্র মাহবুবুর রহমান সায়েম।

সায়েম বলেন, প্রতিশ্রুত সময়ের মধ্যেই আমাদের দেওয়া তিনটি পয়েট মেনে নেওয়ায় আমরা বুয়েট প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের দেওয়া রায় মেনে নিয়ে আন্দোলনের সমাপ্তি টানছি। ২৮ ডিসেম্বর থেকে একাডেমিক কার্যক্রমে ফিরব আমরা।

Share this content:

Back to top button