এবিএনএ : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন।
পরে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। রিটে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে বিবাদী করা হয়েছে বলেও জানান তিনি।
রিটে বলা হয়, সংবিধানের ৬৪(১)/৯৬(১) অনুযায়ী ৬৭ বছরের পরে আর এই পদে তাকার সুযোগ নাই। অথচ আইন লঙ্ঘণ করে মাহবুবে আলম প্রায় আট বছর অবিরামভাবে এই পদে বহাল আছেন।
৬৭ বছর অত্রিক্রমের পরও মাহবুবে আলম কোন কর্তৃত্ব বলে অ্যাটর্নি জেনারেল হিসেবে বহাল রয়েছেন তার নির্দেশনা জানতে চাওয়া হয়েছে রিটে।
এতে বলা হয়, অ্যাটর্নি জেনারেল নিয়োগ বিষয়ে সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা সম্পন্ন কোন ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হবেন। সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদে বলা হয়েছে, অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কোন বিচারক ৬৭ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন।
রিটে বলা হয়, লিগ্যাল রিমেমব্রান্সের ম্যানুয়াল-১৯৬০ এর ক্লজ-২, চ্যাপ্টার ১ অনুযায়ী অ্যাটর্নিদের পদ ২ বছরের জন্য, কিন্তু ২ বছর পূর্বেও ৩ মাসের নোটিশ দিয়ে রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন। কিন্তু ঐ আইন লঙ্ঘণ করে মাহবুবে আলম প্রায় ৮ বছর অরিবারম ভাবে অ্যাটর্নি জেনারেল পদে বহাল আছেন।
পদটি সাংবিধানিক উল্লেখ করে রিট আবেদনে বলা হয়, সংবিধান মেনে চলা সকলেরই দায়িত্ব ও কর্তব্য। সাংবিধানিক অন্য সকল পদেই নির্ধারিত সময় পরে আর কেউ থাকতে পারেন না।
জানা গেছে, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বয়স ৬৭ বছর পূর্ণ হয়েছে।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, অ্যাটর্নি জেনারেলের পদে থাকা নিয়ে গত ২১ মার্চ মাহবুবে আলমকে লিগ্যাল নোটিশ পাঠিয়াছিলাম। কিন্তু তার কোনো জবাব না পাওয়ায় এই রিট দায়ের করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল নিয়োগ এবং বয়স নিয়ে পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন রিটের সংযুক্ত করা হয়েছে।