জাতীয়বাংলাদেশলিড নিউজ

৫০ লাখ পরিবারে অর্থ সহায়তা কর্মসূচি উদ্বোধনীতে প্রধানমন্ত্রী (ভিডিও)

এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেসিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং পরিসেবার দ্বারা ৫০ লাখ হতদরিদ্র সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ অর্থ প্রদান কর্মসূচি উদ্বোধন করছেন। এছাড়া মোবাইল ব্যাংকিং/অনলাইন ব্যাংকিং ব্যবস্থা সম্বলিত বোতাম টিপে স্নাতক ও সমমান পর্যায়ের ২০১৯ খ্রিস্টাব্দের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ অর্থ প্রেরণের এই কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

ভিডিওতে দেখুন অনুষ্ঠানটির লাইভ-

এ কর্মসূচিতে সারা দেশে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ হতদরিদ্র পরিবারের মধ্যে এক হাজার ২৫০ কোটি টাকা নগদ সহায়তা বিতরণ করা হবে। প্রতি পরিবারের জন্য ২৫০০ টাকা বিতরণ চলবে আসন্ন ঈদুল ফিতরের আগ পর্যন্ত। এদিকে গতকাল দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এই বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button