জাতীয়বাংলাদেশলিড নিউজ

৫ নং দক্ষিন ঝলম ইউনিয়নে জমে উঠছে ইউপি নির্বাচন: গনসংযোগে ব্যস্ত প্রার্থীরা

এবিএনএ : আসন্ন ১৯ নভেম্বর মনোহরগঞ্জ উপজেলার ৫ নং দক্ষিন ঝলম ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থীরা। দিচ্ছেন ইউনিয়নে উন্নয়নের নানান প্রতিশ্রুতি। নির্বাচনী এলাকাগুলোয় এখন তুঙ্গে ভোটের হাওয়া । ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং দক্ষিন ঝলম ইউনিয়নে ভোট হবে ১৯ নভেম্বর। প্রতিক বরাদ্দের পর থেকে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঠ। দফায় দফায় প্রচারণায় সরগরম নির্বাচনী এলাকাগুলো। পাড়া-মহল্লার এ প্রান্ত-ওপ্রান্ত ছুটে প্রার্থীরা চাইছেন ভোট, দিচ্ছেন উন্নয়নের আশ্বাস। ভোটারদের দৃষ্টি আকর্ষণে প্রতিপক্ষকে ছাড়িয়ে যাওয়া চেষ্টা চলছে নিরন্তর। আর ভোটাররা বলছেন, যোগ্য প্রাথীকেই বিজয়ী করবেন তারা। ভোটযুদ্ধের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে হাট-বাজার। উঠান বৈঠক, পথসভা ও গনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। আওয়ামী লীগ ও বিএনপির মনোনীতদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীরাও রয়েছেন মাঠে। প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণ বিধি লংঘনের অভিযোগ রয়েছে। ৫ নং দক্ষিন ঝলম ইউনিয়ন নিবার্চনে চলছে জমজমাট প্রচারনা। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে বাড়ি-বাড়ি ছুটছেন প্রার্থীরা। আর আলোচনা-সমালোচনায় রেঁস্তোরা ও দোকানে চায়ের কাপেও এখন ঝড়। সব ছাপিয়ে তাদের চাওয়া একটাই, বিজয়ী যারা হবেন তারা যেন এলাকায় জন্য কাজ করেন, বিপদে থাকবেন মানুষের পাশে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আসন্ন ১৯ নভেম্বর ইউপি নির্বাচনে মনোহরগঞ্জ উপজেলার ৫ নং দক্ষিন ঝলম ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের পদচারণায় বেশ জমে উঠেছে ইউনিয়ন নির্বাচন গনসংযোগ। তবে জানা যায় উপজেলার অন্যতম গুরুত্বপুর্ণ ৫ নং দক্ষিন ঝলম ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ভোটারদের মন জয় করে নিয়েছেন জিয়াউর রহমান (শাহীন জিয়া)। এ ইউনিয়নে পছন্দের প্রার্থী তালিকার শীর্ষে রয়েছেন সকলের ভালোবাসর মানুষ আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী জিয়াউর রহমান (শাহীন জিয়া)। ভোটারদের মন কিভাবে জয় করতে হয় তার বেশ ভালো অভিজ্ঞতাও রয়েছে বটে। শাহীন জিয়া বেছে নিয়েছেন সবচেয়ে মূল্যবান তরুণ ভোটারদের। জানা গেছে, এলাকায় শাহীন জিয়া তরুন সমাজসেবক হিসাবে তার ব্যাপক খ্যাতি রয়েছে এবং তরুন যুবকদের পছন্দের একজ ব্যাক্তিত্ব তিনি। তার পরিবারেরও ব্যাপক সুনাম রয়েছে পুরো ইউনিয়ন জুড়ে। জিয়াউর রহমান (শাহীন জিয়া) বলেন, এলাকার তরুন ভোটার আমার হয়ে ব্যাপক প্রচারনা করছেন। আমি আশা করছি শেষ মূহুর্তেও তারা আমার পাশে থাকবেন ও আমাকে নির্বাচিত করবেন। অন্যন্য প্রার্থীদের চেয়ে তিনি অন্যতম ও যোগ্য প্রার্থী হিসেবে দাবি করেন তিনি। ১৯ নভেম্বর শান্তিপূর্ণ ও সুষ্ট নির্বাচন অনুষ্ঠিত হলে ব্যাপক ভোটে নির্বাচিত হবেন বলে দাবি করেন ৫ নং দক্ষিন ঝলম ইউনিয়নে আসন্ন ইউনিয়ন নির্বাচনের প্রার্থী জিয়াউর রহমান (শাহীন জিয়া)।

Share this content:

Related Articles

Back to top button