জাতীয়বাংলাদেশলিড নিউজ

২৪ ঘণ্টার মধ্যে মহাসড়ক চলাচলের উপযোগী করার নির্দেশ সেতুমন্ত্রীর

এবিএনএ : আগামী ২৪ ঘণ্টার মধ্যে মহাসড়ক যান চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সড়কের বাস্তব চিত্র আমাকে জানাতে হবে। শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। সব খবর আমার কাছে থাকে। কোনো অজুহাত শুনতে চাই না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মহাসড়ক চলাচলের উপযোগী করতে হবে।

আজ রবিবার বেলা ১২টায় যশোর সার্কিট হাউসে সড়ক ও জনপথ বিভাগের যশোর ও গোপালগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নিদের্শ দেন।

তিনি আরো বলেন, এ ক্ষেত্রে টাকার বরাদ্ধ নিয়ে কোনো দুশ্চিন্তা করা লাগবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফোন করেছিলেন। তিনি ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে মহাসড়কে যান চলাচলের উপযোগী রাখতে সব ব্যবস্থা করতে বলেছেন, টাকা বরাদ্ধের বিষয়টিও তিনি দেখবেন, কোনো অসুবিধা হবে না।  একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে মহাসড়কে যান চলাচলের উপযোগী করতে বৃষ্টি-বাদলের অজুহাতে কাজ বন্ধ রাখা যাবে না।

বৃষ্টি-বাদলের ট্রিটমেন্ট প্রকৌশলীদের কাছে আছে। সেই ট্রিটমেন্ট দিতে হবে। রাতের বেলায়ও কাজ করতে হবে। ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে প্রকৌশলীদের রাস্তায় থাকতে হবে। আমাদের প্রকৌশলীরা অসম্ভবকে সম্ভব করতে পারে,’ বলেন সড়ক পরিবহনমন্ত্রী।

তিনি আরো বলেন, ঈদে প্রকৌশলীদের ছুটি বাতিল করেছি জনস্বার্থে। তবে তাদের ঈদ করতে নিষেধ করিনি। তারাও পরিবারের সঙ্গে ঈদ করবে। আমিও ঈদ করব। তবে ঈদের দিন সকালেও আমরা রাস্তায় থাকব।প্রকৌশলীদের নির্বিঘ্নে কাজ করার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, আগে কোনো কোনো জায়গায় চাঁদাবাজির অভিযোগ পেতাম। এখন সেই অভিযোগ নেই। আমি আওয়ামী লীগের সেক্রেটারি। আমি যেটা চাইব না, সেটা আমার নেতাকর্মীরা করবে না। আপনাদের কাজে কোনো বাধা আসবে না। মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলা ও গোপালঞ্জ জোনের ৫ জেলার নির্বাহী প্রকৌশলী ও তাদের প্রতিনিধিরা নিজ নিজ এলাকার মহাসড়কের চিত্র তুলে ধরেন।

Share this content:

Back to top button