আমেরিকা

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচন করবেন জো বাইডেন

এবিএনএ : যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমানের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২০২০ সালে ওই নির্বাচন হবে। একদল সাংবাদিককে ৭৪ বছর বয়সী বাইডেন বলেছেন, ওই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। আবার বলেছেন, তবে বিষয়টির প্রতি তিনি নিশ্চিত নন। প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দু’দফায় যৌথভাবে নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন জো বাইডেন। আপনি কি আবার নির্বাচন করতে যাচ্ছেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন, হ্যাঁ করবো। আমি ২০২০ সালে নির্বাচন করতে যাচ্ছি। কোন পদে নির্বাচন করবেন? জবাবে তিনি বলেন, প্রেসিডেন্ট পদে। আপনি কি সত্যি বলছেন নাকি কৌতুক করছেন? জো বাইডেন জবাবে বলেন, নির্বাচন করবো না এটা প্রতিশ্রুতি দিয়ে বলতে পারি না। এর আগে ১৯৮৮ সালে ও ২০০৮ সালে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দু’বারই তিনি শুরুর দিকে সে লড়াই থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।

Share this content:

Related Articles

Back to top button