বাংলাদেশরাজনীতিলিড নিউজ

১৪ দলের কর্মসূচি ঘোষণা

এবিএনএ: ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী রাজশাহী, নাটোর ও খুলনা বিভাগীয় সমাবেশ করে ঢাকায় মহাসমাবেশ করবে ১৪ দল। শনিবার বিকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ১৪ দল আয়োজিত কর্মিসভা থেকে এ ঘোষণা দেন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। নাসিম জানান, ৯ অক্টোবর রাজশাহী, ১০ অক্টোবর নাটোর ও ১৩ অক্টোবর খুলনায় বিভাগীয় সমাবেশ করবে ১৪ দল। তারপর নেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে আলোচনা করে অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করা হবে। ‘বৃহত্তর জাতীয় ঐক্যের’ বিষয়ে তিনি বলেন, ওরা বলেছে অক্টোবর থেকে মাঠে থাকবে। অক্টোবর তোমাদের জীবনে আসবে না। ডিসেম্বরে নির্বাচনের আগে আমরা জনগণকে সঙ্গে নিয়ে মাঠ গরম করব। মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ও ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক শাহে আলম মুরাদের সঞ্চালনায় কর্মিসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রমুখ।

Share this content:

Related Articles

Back to top button