আমেরিকা

হিলারিই একমাত্র যোগ্য প্রার্থী: মিশেল

এ বি এন এ : যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য হিলারি ক্লিনটনই একমাত্র যোগ্য প্রার্থী। গতকাল সোমবার ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে এই মন্তব্য করেন মিশেল।
আজ মঙ্গলবার মিশেল হৃদয়ের আবেগ দিয়ে হিলারিকে সমর্থন করেছেন।
ফার্স্ট লেডি বলেন, ‘এই নির্বাচনে, আমি দায়িত্ব নিয়ে তাঁর ওপর এই আস্থা রাখছি যে একজনই আছেন, যিনি সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। তিনি আমাদের বন্ধু হিলারি ক্লিনটন।’
মিশেল বলেন, ‘এই নির্বাচনে আমি তাঁর (হিলারি) সঙ্গে আছি।’
ওবামা প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারির প্রশংসা করেন মিশেল। তিনি তাঁকে দক্ষ ও শক্তিমান রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করেন।সম্মেলনে ভাষণ দিয়েছেন দলীয় বাছাইপর্বে হিলারির প্রতিদ্বন্দ্বী বার্নি স্যার্ন্ডার্স। হিলারিকে জয়ী করতে ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারমন্টের এই সিনেটর। তিনি বলেন, হিলারি অবশ্যই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন।
কাল বুধবার সম্মেলনে ভাষণ দেবেন ওবামা।

Share this content:

Related Articles

Back to top button