জাতীয়বাংলাদেশলিড নিউজশিক্ষা

হবিগঞ্জ ও চাঁদপুরে হবে বিশ্ববিদ্যালয়

এবিএনএ : ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’ এবং ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মলেনে এসব তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নীতিগত সম্মতির পরিপ্রেক্ষিতে চাঁদপুরে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। খসড়া আইনে ৫৪টি ধারা রয়েছে।

তিনি আরো বলেন, সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও সংজ্ঞা ছাড়াও গুরুত্বপূর্ণ ধারাগুলোর মধ্যে ৯ ধারায় মহামান্য চ্যান্সেলর, ১০-১১ ধারায় ভাইস চ্যান্সেলর ও তার দায়িত্ব, ১২ ধারায় প্রো-ভাইস চ্যান্সেলর, ১৩ ধারায় ট্রেজারার, ১৮-২০ ধারায় সিন্ডিকেট, ২১-২২ ধারায় একাডেমিক কাউন্সিলের বিষয় উল্লেখ করা আছে। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, হবিগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে বৈঠকে ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এ খসড়া আইনেরও ৫৪টি ধারা রয়েছে।

Share this content:

Related Articles

Back to top button