সৌদি আরবে বন্যায় ১২ জনের মৃত্যু

এবিএনএ: সৌদি আরবে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়। মূলত সৌদি আরবের পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের জর্ডানসংলগ্ন সীমান্তের বিভিন্ন অংশ ভারী বর্ষণে বেশি আক্রান্ত হয়েছে। আরব নিউজের খবরে বলা হয়, বন্যায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক শহরেই প্রাণ হারিয়েছেন ১০ জন। এছাড়া মদিনায় একজন ও উত্তরাঞ্চলীয় সীমান্ত অঞ্চলগুলোতে একজন মারা গেছেন। এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, রোববার থেকে বুধবার পর্যন্ত বন্যা আক্রান্ত এলাকাগুলো থেকে সব মিলিয়ে ২৭১ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া তাবুক থেকে বেসামরিক প্রতিরক্ষা দলগুলো সরিয়ে নিয়েছে আরও ১৩৭ জনকে। সৌদি রাজধানী রিয়াদ ও জেদ্দা শহরে হালকা থেকে মাঝারি বর্ষণে বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে। দুর্যোগে হওয়া ক্ষতির পরিমাণ মূল্যায়ন করতে একাধিক কমিটি গঠন করা হয়েছে।
Share this content: