জাতীয়বাংলাদেশলিড নিউজ

সৈয়দ হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে

এ বি এন এ : সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার সোয়া ১১টার দিকে সব্যসাচীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়।
এই লেখককে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। কানায় কানায় ভরে গেছে শহীদ মিনার চত্বর।
এর আগে বাংলা একাডেমি প্রাঙ্গণে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তার প্রথম জানাজা রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সৈয়দ শামসুল হকের মরদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে কুড়িগ্রামে। শেষ ইচ্ছা অনুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে তার কবর হবে।
উল্লেখ্য, মঙ্গলবার বিকাল ৫টা ২৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সব্যসাচী। তার বয়স হয়েছিল ৮১ বছর।

Share this content:

Related Articles

Back to top button