বিনোদন
‘সেক্স টয়’ নিয়ে কথা বলে বিপাকে জেনিফার

এবিএনএ : ‘হরিব্ল বসেস’-এ একজন যৌনতা আসক্ত মহিলার ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন জেনিফার অ্যানিস্টন। এবার সেই যৌনতা নিয়ে ক্যামেরার সামনে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন তিনি।
বিশেষভাবে সক্ষম শিশুদের সামনে একটি অনুষ্ঠানে তিনি নিজের নতুন ছবির গল্প বলতে গিয়ে ‘সেক্স টয়’ নিয়ে আলোচনা করে ফেললেন তিনি। যেহেতু লাইভ অনুষ্ঠান, তাই এই ভুল শুধরে নেওয়ারও উপায় ছিল না। তবে অনুষ্ঠান সম্প্রচারের সঙ্গে সঙ্গেই তুমুল সমালোচনার ঝড় উঠেছে। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি জেনিফার।
তবে এই প্রসঙ্গে তার ভক্তরা বলছেন, ইচ্ছাকৃত এমন ভুল করেননি এই অভিনেত্রী। কথার ফাঁকেই ভুল করে এ কথা বলে ফেলেছেন তিনি।
Share this content: