জাতীয়বাংলাদেশলিড নিউজ

সিঙ্গাপুর নেওয়ার অবস্থায় নেই সেই মাদ্রাসাছাত্রী

এবিএনএ: ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে সিঙ্গাপুর নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার ঢামেক হাসপাতালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা জানান। ডা. সামন্ত লাল সেন বলেন, ‘মাদ্রাসাছাত্রীর বিষয়ে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানালেন- এ অবস্থায় দীর্ঘ পাঁচঘণ্টার প্লেনযাত্রা তার জন্য খুব ঝুঁকিপূর্ণ। এ জন্য এখন তাকে সিঙ্গাপুর পাঠানো ঠিক হবে না। শারীরিক অবস্থার একটু উন্নতি হলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘সিঙ্গাপুরের চিকিৎসকরা ওই ছাত্রীর জন্য নতুন কিছু চিকিৎসা সাজেশন দিয়েছেন। আমরা সেই সাজেশনগুলো তার চিকিৎসা ব্যবস্থায় যোগ করবো। বিকেলে আবার সিঙ্গাপুর হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলবো।’

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজীতে আলীম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফীর গায়ে দুষ্কৃতিকারীরা আগুন দেয়। এ ঘটনায় তিনি মারাত্মক দগ্ধ হন। প্রথমে স্থানীয় ও পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তিনি বর্তমান আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রাফীর ভাই মাহমুদুল হাসান বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা দায়ের করেছেন।

 

Share this content:

Related Articles

Back to top button