আন্তর্জাতিকলিড নিউজ

সাবেক এটর্নি জেনারেলের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা দাবি ভেনিজুয়েলার

এবিএনএ : ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট টারিক এল আইসামি শুক্রবার বলেছেন, তিনি দেশটির সাবেক এটর্নি জেনারেল লুইসা ওর্তেগা দিয়াজের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা দাবি করবেন। পার্লামেন্টে বক্তৃতাকালে এল আইসামি বলেন, ‘২০১৭ সালের সহিংস কর্মকাণ্ডে ভূমিকা রাখার জন্য’ ওর্তেগা দিয়াজকে গ্রেফতার করতে হবে। এল আইসামি আরো বলেন, ২০১৭ সালের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত চলা ওই সহিংসতার সময়ে ওর্তেগার কার্যক্রম আইনের আওতাভুক্ত ছিলো না। ওর্তেগা ও তার স্বামীর বিরুদ্ধে ২০১৭ সালের আগস্টে গ্রেফতারি পরোয়ানা জারির পর তারা আরুবার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন এবং এরপর কলম্বিয়া চলে যান।

Share this content:

Related Articles

Back to top button