আমেরিকা

সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে সাতই মার্চ পালিত

এবিএনএ : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত সাতই মার্চ,মঙ্গলবার রাতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ ঐতিহাসিক সাতই মার্চ পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। স্থানীয় গরমেট রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আহসান হাবীব।সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অভিজিত চৌধুরি লিটন এর সঞ্চালণায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি গোলাম হাফিজ,,সাংগঠনিক সম্পাদক শেখ শওকত শিমুল,সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ সিদ্দিক,মহিলা সম্পাদিকা রওশনউদদীন,সদস্য শামসুল ইসলাম শাহজাহান,সাব্বির হোসেন ভূঁইয়া, শহীদ খান,জয়ন্ত সিংহ,আব্দুল কাইউম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পাকিস্তানী শাসনের পরাধীনতার জিঞ্জির থেকে মুক্ত হবার আশায় পুরো বাংগালি জাতি যখন স্বাধীনতার ঘোষনা শোনার জন্য অধীর অপেক্ষায়,সেদিন ১৯৭১ সালের সাতই মার্চ বিকেলে ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বাংলাদেশের স্বাধীনতা নামক মহতী কাব্যের স্রস্টা কবি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠে ঘোষিত হয়েছিল ঐতিহাসিক স্বাধীনতার ঘোষনা।এই ঘোষনার পাশাপাশি তিনি স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের রূপরেখাও দিয়েছিলেন।

সভায় বক্তারা আরো বলেন,বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষন থেকেই মূলতঃ স্বাধীনতার অঙ্কুরোদগম ঘটতে থাকে পূর্ব বাংলায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের বজ্রনিনাদে আসন্ন মহা মুক্তির আনন্দে বাংগালি জাতি উজ্জীবিত হয়ে ওঠে।বক্তারা বলেন, কুচক্রী মহল স্বাধীনতার অনেক মৌলিক বিষয়ের বিকৃতি ঘটাতে পারলেও এই ঐতিহাসিক ভাষনের কোন বিকৃতি ঘটাতে পারেনি। তাই আজো এই ভাষন যুগ যুগ ধরে বেজে চলেছে, বেজে চলবে।এই ভাষন শুনে প্রজন্ম থেকে প্রজন্মান্তর আজো উজ্জীবিত হয়,আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে দেশপ্রেমের মহামন্ত্রে।

Share this content:

Related Articles

Back to top button