সাইমন-অহনার ‘চোখের দেখা’ অক্টোবরে

এ বি এন এ : অবশেষে আগামী মাসে মুক্তি পাচ্ছে সাইমন-অহনা অভিনীত ছবি ‘চোখের দেখা’। অবশ্য মুক্তির কথা গত দুই ঈদেও। তবে শেষ পর্যন্ত মুক্তি মেলেনি। এবার ১৪ অক্টোবর ছবিটির মুক্তির সময় চূড়ান্ত হয়েছে। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্যও করেছেন পিএ কাজল। দীর্ঘদিন পর মুক্তির তারিখ চূড়ান্ত হওয়াতে খুশি নায়ক সাইমন সাদিক। তিনি বলেন, ‘সময় নিয়ে ছবিটি মুক্তি পাচ্ছে। পি এ কাজলের ছবি মানেই গল্পের ছবি, গানের ছবি। সব সময়ই নতুনত্ব থাকে।’ তিনি আরও বলেন, ছবিতে একটি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করেছি। দর্শক অনেক দিন এমন ছবি দেখতে পান না। আশা করছি চোখের দেখা ছবিটির মাধ্যমে দর্শকদের নতুন কিছু দেখানোর সৌভাগ্য হবে।’ ছবিতে সাইমন-অহনা ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শামস সুমন, শতাব্দী ওয়াদুদ, জ্যাকলিন মিথিলা প্রমুখ।
Share this content: