বিনোদন

সহকর্মীদের প্রশংসায় মুখর কঙ্গনা!

এ বি এন এ : হৃত্বিক ইস্যুতে পাশে দাঁড়ানোর জন্য সহকর্মীদের প্রশংসা করলেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত! কঙ্গনার প্রশংসা পেয়েছেন বিদ্যা বালান, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপূর!

সংবাদসংস্থা এ বি এন এ দেয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, আমরা মেয়েরা সক্কলে চমৎকার! আমাদের সম্পর্ক এত গভীর! আমরা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনও আলোচনা করি না। যেমন, কেউ কখনও আমায় জিগ্যেস করেনি, ঠিক কী হয়েছিল। প্রচুর ফোন, ভালবাসা, সমর্থন পেয়েছি। প্রিয়াঙ্কা, বিদ্যা, সোনমের মতো অনেকের থেকে। বহু পুরুষও আমার পাশে দাঁড়িয়েছেন।

সতীর্থদের উদ্দেশ্যে কঙ্গনার এমন প্রশস্তিতে যারপরনাই বিস্মিত বলিউডের একাংশ।

ওই অংশের মতে, কঙ্গনার চরিত্রের বৈশিষ্ট্য ওর আক্রমণাত্মক মেজাজ। এখন যাদের প্রশংসা করছেন, তাদের কারও কারও সম্পর্কে কিছুদিন আগেও কটূ কথা বলতে শোনা গেছে তাকে। যেমন, ‘মেরি কম’ ছবির জন্য গতবছর প্রিয়াঙ্কা যখন জাতীয় পুরস্কার ছাড়াও বিভিন্ন পুরস্কারে ভাসছেন, কঙ্গনা তিক্তভাবে বলেছিলেন, প্রিয়াঙ্কা নন, এবছর সব পুরস্কার আমারই তো পাওয়ার কথা ছিল! আমরা যেন আগে থেকে কিছুই জানতে পারি না!

তার উত্তরে প্রিয়াঙ্কা টুইট করেছিলেন, হারতে আমার যাচ্ছেতাই লাগে। তবে এবছর কারও কাছে যদি হারতেই হতো, তাহলে তার নাম হতো কঙ্গনা রানাউত। কুইন’র জন্য অভিনন্দন’। তবে এর পরেও প্রিয়াঙ্কার হলিউডে ছবি করতে যাওয়া নিয়েও কটাক্ষ করেছিলেন কঙ্গনা।

তবে অসময়ে তার সহকর্মীদের পাশে পাওয়ায় কিছুটা হলেও বোধোদয় হয়েছে কঙ্কনার। সেটা কতদিন থাকে সেটাই দেখার বিষয়।

Share this content:

Related Articles

Back to top button