জাতীয়বাংলাদেশলিড নিউজ

র‍্যাবের গোয়েন্দা প্রধান আজাদের পরিবারকে আইজিপি’র অনুদান

এবিএনএ : নিষিদ্ধ ঘোষিত জঙ্গিদের বোমা বিস্ফোরণে নিহত র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদের পরিবারের হাতে ১০ লাখ টাকার অনুদান (চেক) তুলে দিয়েছেন আইজিপি এ কে এম শহিদুল হক। আজ শুক্রবার সকালে আজাদের বাসায় গিয়ে তার স্ত্রী সুরাইয়া সুলতানার হাতে ওই চেক তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন এ আইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সোহেলী ফেরদৌস।

এ সময় আইজিপি ছাড়াও র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মইনুর রহমান  চৌধুরী, এআইজি (কনফিডেন্সিয়াল) মো. মনিরুজ্জামান, এআইজি (ওয়েলফেয়ার) আব্দুল্লাহ হেল বাকী, এ আইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সোহেলী ফেরদৌস এবং আজাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

র‍্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ গত ২৫ মার্চ সিলেটের শিববাড়ির আতিয়া মহলের পার্শ্ববর্তী পাঠানপাড়ায় জঙ্গিদের রাখা বোমা বিস্ফোরণে গুরুতর আহত হলে দ্রুত তাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওইদিন রাতে তাকে হেলিকপ্টারযোগে ঢাকার সিএমএইচ-এ স্থানান্তর করা হয়। অবস্থা অপরিবর্তিত থাকায় উন্নত চিকিৎসার জন্য ২৬ মার্চ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। সিঙ্গাপুরে চিকিৎসা  শেষে ২৯ মার্চ পুনরায় তাকে ঢাকার সিএমএইচ-এ ফিরিয়ে নিয়ে আসা হয়। সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় ৩১ মার্চ রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, লে. কর্ণেল আজাদ একজন ভাল অফিসারই ছিলেন না, ভাল মানুষও ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে আমাদের অনেক ক্ষতি হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button