
এবিএনএ : রাখাইন রাজ্যে নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে এ পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মী আসেনি। রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি কেবল মিথ্যাচার করছে। তারা শুধু এয়ার কন্ডিশন রুমে বসে আওয়ামী লগের সমালোচনা করতে জানে।সোমবার বিকাল ৩টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি রোহিঙ্গাদের দুর্দশার কথা শোনেন এবং তাদের খোঁজ খবর নেন।
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে চাপ দেওয়া হচ্ছে। সরকার আশা করছে, খুব শিগগিরই রোহিঙ্গাদের সে দেশে পাঠিয়ে দেওয়া হবে।এসময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এবং জেলা আওয়ামী লীগের নেতারা ও প্রশাসনের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
Share this content: