
এবিএনএ : রাজধানীর জিগাতলার নিজ বাসায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্তকে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন দলীয় নেতাকর্মী, প্রতিবেশি, পরিবার-স্বজন ও শুভানুধ্যায়ীরা ।
রোববার সকাল ৯টার সময় ল্যাব এইড হাসপাতাল থেকে সুরঞ্জিতের মরদেহ জিগাতলার বাসায় নেয়া হয়। ১১ টা পর্যন্ত এখানে শ্রদ্ধা নিবেদন পর্ব চলে। এরপর তার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে নেয়া হয়।
সুরঞ্জিতের জিগাতলার বাসায় শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।
এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রতিবেশি স্বজনেরা তাকে শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান সুনামগঞ্জের নেতারাও। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে হিমঘরে। সোমবার সিলেট, সুনামগঞ্জ ও ধিরাইয়ে সর্বস্থরের শ্রদ্ধা নিবেদন শেষে শাল্লায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সুরঞ্জিত সেনগুপ্ত রোববার ভোর ৪টা ২৪ মিনিটের দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মারা যান।
Share this content: