এবিএনএ : বিভিন্ন দাবিতে ঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি গার্মেন্টসের শ্রমিকরা।
নিউ মার্কেট জোনের সিনিয়র সহকারি পুলিশ সুপার সাজ্জাদ রায়হান জানান, আলিফ গ্রুপের হেক্সা গার্মেন্টসের শ্রমিকদের এই বিক্ষোভের কারণে বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টা থেকে সায়েন্স ল্যাবরেটরি-বাটা সিগন্যাল অংশে যান চলাচল বন্ধ রয়েছে।
তিনি জানান, মালিকপক্ষের কারখানা স্থানান্তরের কথা শুনে শ্রমিকরা বিক্ষোভে নেমেছে। শ্রমিক ও মালিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
আন্দোলনরত শ্রমিকদের একজন জানান, তাদের না জানিয়ে বুধবার রাতে কারখানা থেকে মেশিন-যন্ত্রপাতি সরিয়ে ফেলা হয়েছে। বিনা নোটিসে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান আন্দোলনরতরা।
Share this content: