জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘যৌথ আলোচনার দলিল সীমান্ত হত্যা বন্ধে ভূমিকা রাখবে’

এবিএনএ : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, উভয় দেশের সম্মতির ভিত্তিতে ‘যৌথ আলোচনার দলিল’ স্বাক্ষর হয়েছে। চুক্তি স্বাক্ষরের ফলে আগামীতে সীমান্ত হত্যা বন্ধ ও চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজধানীর বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনের শেষ দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) এ সব কথা বলেন তিনি।

বিএসএফে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান রাকেশ আস্থানা দুইপক্ষের আলোচনার নেতৃত্ব দেন। ভারতের বিএসএফ প্রধানসহ ৬ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। এছাড়া, বিএসএফ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button