আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন ব্যালিস্টিক মিসাইল ছুঁড়বে দক্ষিণ কোরিয়া

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন উত্তর কোরিয়ার নেতা কিম জঙ উন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারেন বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এখনও পর্যন্ত এই বিষয়ে কোন ঘোষণা না দিলেও আমেরিকার নতুন প্রেসিডেন্টকে সতর্কবার্তা দিতে এই পরীক্ষা করা হতে পারে বলে মনে করছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আমেরিকার নির্বাচনের দিন মাঝারি বিস্তারের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে পারেন কিম জং উন। উত্তর কোরিয়ার কাছে মুসুদান বা বিএম-৩৫ নামের যে রকেট রয়েছে তার বিস্তার ১ হাজার ৮০০ মাইল যা কিনা অনায়াসে যুক্তরাষ্ট্রের সীমানায় প্রবেশ করতে সক্ষম। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর ধারণা নতুন প্রেসিডেন্টের প্রতি ‘জোরদার’ বার্তা পাঠাতেই মিসাইল ছুড়বে পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়া সেই মুসুদান মিসাইলের গতিবিধি পর্যবেক্ষণ করছে। মিসাইলটি দক্ষিণ কোরিয়ার উত্তর সীমান্তের কাছাকাছি পেয়ংগান প্রদেশের কুসং এলাকায় রয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়াও যে কোন রকম যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত আছে, আরএএফ যুদ্ধবিমান সজ্জিত করে রাখা আছে। উল্লেখ্য, উত্তর কোরিয়া মুসুদান মিসাইলটি তৈরি করে ২০০৭ সালে, কিন্তু পরীক্ষামূলকভাবে প্রথম নিক্ষেপ করা হয় এই বছরের ১৫ এপ্রিল।

Share this content:

Related Articles

Back to top button