আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রে যাদের মাস্ক পরতে হবে না

এবিএনএ : করোনাভাইরাসের সংক্রমণে টালমাটাল বিশ্ব। ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে এর প্রতিষেধক ভ্যাকসিনও আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণকারীদের জন্য সুখবর দিলো যুক্তরাষ্ট্র। ভ্যাকসিনের দুই ডোজই নিলে বাইরে মাস্ক ছাড়াই চলাফেরা করা যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ বিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। সংস্থারটির নতুন গাইডলাইনের কথা তুলে ধরে খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সিডিসির এই ঘোষণায় ব্যাপক উচ্ছ্বসিত। তিনি গতকাল মাস্ক ছাড়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, আমার ধারণা এটি একটি মাইলফলক। এটি একটি অসাধারণ দিন। সিডিসি বলেছে, জীবনযাপন স্বাভাবিক হতে শুরু করছে। এই গাইডলাইন আরও মানুষকে টিকা নিতে উৎসাহিত করবে। এ ছাড়া যারা দুই ডোজ ভ্যকসিনই নিয়েছে তাদের অধিকাংশ স্থানে সামাজিক দূরত্ব না মানলেও চলবে।

সিডিসির পরিচালক রোশেল ওয়ালেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রে দৃশ্যমানভাবে করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়া, কিশোর-কিশোরীদের টিকা দেওয়া শুরু করার পর নতুন এই গাইডলাইন দেওয়া হলো। তিনি বলেন, বিজ্ঞানের ওপর নির্ভর করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আসছে হেমন্তে সে দেশের সব স্কুল পুরোপুরি চালু করার আহ্বান জানিয়েছেন ১৭ লাখ সদস্যের আমেরিকান ফেডারেশন অব টিচারস লেবার ইউনিয়নের সভাপতি।

Share this content:

Related Articles

Back to top button