
এবিএনএ: যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে ঝড়ের কবলে পড়ে এক নৌকাডুবিতে অন্তত ১১জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও পাঁচ জন। গতকাল বৃহস্পতিবার দেশটির টেবল রক লেকে এই ঘটনা ঘটে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলা হয়েছে,দুর্ঘটনার সময় নৌকায় ৩০ জন আরোহী ছিলেন। এখন পর্যন্ত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। মিসৌরির স্টোন কাউন্টি শেরিফ ডাফ রাডার জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা জানান, স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে তারা উদ্ধারকাজ শুরু করেন।ভিডিও ফুটেজে দেখা যায়, ঝড়ের মধ্যে নৌকাটি পাড়ে ভেড়ার চেষ্টা করছিলো। একটি নৌকা কোনো রকম স্থলে আসলেও আরেকটি শেষ পর্যন্ত পেরে ওঠেনি।
Share this content: