জাতীয়বাংলাদেশলিড নিউজ

মেয়ের বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক

এ বি এন এ : ৬৯ বছর বয়সে প্রথম সন্তানের বাবা হলেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। শনিবার বিকাল সোয়া ৩টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে তাঁর স্ত্রী এডভোকেট হনুফা আক্তার রিক্তা এ কন্যা সন্তানের জন্ম দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ভাতিজা এডভোকেট আবুল খায়ের। এ সময় মন্ত্রী মুজিবুল হক ও স্বজনরা হাসপাতালে উপস্থিত ছিলেন।
জানা যায়, রেলমন্ত্রীর সন্তান সম্ভাবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে গত বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার দুপুর আড়াইটার দিকে মন্ত্রীর স্ত্রীকে সিজারিয়ানের জন্য অপারেশন থিয়েটারে নেয়া হয়। সোয়া ৩টার দিকে ডাক্তারদের সফল অপারেশনের মাধ্যমে তিনি কন্যা সন্তানের জন্ম দেন।
রাজনীতির পেছনে ছুটে চলা কুমিল্লার সন্তান মুজিবুল হক জীবনের ৬৭টি বসন্ত অতিক্রম করে বিগত ২০১৪ সালের ৩১ অক্টোবর জেলার চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। তাঁর ওই রাজকীয় আয়োজনের বিয়ে দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। আগামী ৩১ মে রেলমন্ত্রী মুজিবুল হকের হকের ৬৯তম জন্মদিন।
এ সময় তাঁর পরিবারে নতুন এ অতিথির আগমনে তিনিসহ গোটা পরিবার এ শুভ দিনটি এ বছর ভিন্ন আমেজে উদযাপন করবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Share this content:

Related Articles

Back to top button