এবিএনএ : মেসেডোনিয়ার পার্লামেন্টে বিক্ষোভকারীরা বৃহস্পতিবার হামলা চালিয়েছে। পার্লামেন্টের স্পিকার হিসেবে জাতিগত আলবেনীয় একজনকে নির্বাচিত করার পর সেখানে তারা এ হামলা চালায়। এ হামলায় সোস্যাল ডেমোক্রেট দলের নেতা জোরান জায়েভসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
বিক্ষোভকারীরা ও মেসেডোনিয়ার সাবেক প্রধানমন্ত্রী নিকোলা গ্রুয়েভস্কি ভিএমআরও দলের সমর্থকরা দেশটিতে নতুন নির্বাচনের দাবি করছে। সাবেক যুগোস্লাভ প্রজাতন্ত্রের রাজনীতি গত ডিসেম্বরের অসমাপ্ত নির্বাচনের পর থেকেই অচল হয়ে রয়েছে। তারপর দু’বছর আগের টেলিফোনে আড়িপাতার ঘটনাকে কেন্দ্র করে মেসেডোনিয়ার রাজনৈতিক সংকট আরো ঘনিভূত হয়ে উঠেছে।
জায়েভ জাতিগতভাবে আলবেনীয় দলগুলোর সাথে একটি জোট করলেও একটি সরকার গঠনে তার প্রচেষ্টা প্রেসিডেন্ট বন্ধ করে দিয়েছে। এদিকে জায়েভ জোট গঠনের প্রচেষ্টা শুরু করার পর থেকেই মেসেডোনিয়ার জাতীয়তাবাদীরা রাজপথে বিক্ষোভ করে আসছে। উল্লেখ্য, মেসেডোনিয়ার মোট জনসংখ্যার চারভাগের প্রায় একভাগ হচ্ছে জাতিগতভাবে আলবেনীয়।
Share this content: