আন্তর্জাতিক

মেক্সিকোর গণকবরে পাওয়া গেলে ২৫০ মাথার খুলি

এবিএনএ : মেক্সিকোর পূর্বাঞ্চলীয় রাজ্য ভেজাক্রুজের একটি গণকবরে ২৫০ জন মানুষের মাথার খুলি পাওয়া গেছে। রাজ্যটির প্রসিকিউটর জর্জ উইঙ্কলার এ কথা জানান।

টিভি নেটওয়ার্ক টেলিভিসাকে দেওয়া এক সাক্ষাতকারে উইঙ্কলার বলেন, মাদক পাচারকারীরা ভেরাক্রুজকে বহুদিন ধরেই লাশ পুঁতে রাখার স্থান হিসেবে ব্যবহার করে আসছে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত শুধু ওই স্থানটির একটি অংশে তল্লাশি চালানো হয়েছে। তবে তিনি সেখান থেকে আরো লাশ পাওয়ার সম্ভাবনা নাকচ করে দেননি।

উইঙ্কার বলেন, কোন কোন খুলি কয়েক বছরের পুরানো হতে পারে। তিনি আরো বলেন, ‘ভেরাক্রুজে বিপুল সংখ্যক গণকবর রয়েছে। ’উইঙ্কার টেলিভিসাকে বলেন, ‘আমার দৃষ্টিতে রাজ্যের সবগুলো গণকবরের সন্ধান পেলে ভেরাক্রুজ মেক্সিকো বিশ্বের সবচেয়ে বড় গণকবরে পরিণত হতে পারে। ’ কিভাবে ও কখন এই খুলিগুলো পাওয়া গেছে সে সম্পর্কে তিনি কিছু জানাননি।

Share this content:

Related Articles

Back to top button