আমেরিকা

মেক্সিকো সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

এবিএনএ : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জন কেলি মেক্সিকো সফরে যাচ্ছেন। মেক্সিকোর সঙ্গে চলমান উত্তেজনা, অভিবাসন নীতি ও অন্যান্য ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট এনরিকে পেনা নিতোর সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন তারা।
সফরে বাণিজ্য, নিরাপত্তা ও অন্যান্য ইস্যুতে আলোচনা হতে পারে বলে কূটনীতিকরা প্রত্যাশা করেছেন। এমন এক সময় এ দুই মার্কিন কর্মকর্তা মেক্সিকো সফরে যাচ্ছেন যখন দুই দেশের মাঝে বিভিন্ন ইস্যুতে লড়াই চলছে।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক টুইটে দুই দেশের সীমান্তে প্রাচীর নির্মাণের ব্যয় মেক্সিকোর কাছে থেকে আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন। ট্রাম্পের এই হুঁশিয়ারির জেরে ওয়াশিংটন সফর বাতিল করেন মেক্সিকো প্রেসিডেন্ট এনরিকে পেনা নিতো।
বার্তাসংস্থা এপি বলছে, দুই দেশের রেষারেষি কমিয়ে আনতে মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি খারাপ লোকদের শাস্তি দিতে মেক্সিকোতে মার্কিন সেনাবাহিনী পাঠানোর হুমকি দেন।
গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ নেয়ার পর মেক্সিকো থেকে আমদানীকৃত পণ্যের ওপর ২০ শতাংশ কর আরোপের ঘোষণা দেন ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ মেক্সিকান অভিবাসীদের বের করে দেয়ারও হুমকি দেন তিনি।

Share this content:

Related Articles

Back to top button