মাস্টারকার্ডের সকল পরিসরের সেবা আনলো ইবিএল

এবিএনএ : মাস্টারকার্ডের সকল পরিসরের সেবা আনলো ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ইবিএল তাদের মাস্টারকার্ড ডেবিট ও ক্রেডিট (ওয়ার্ল্ড ও টাইটেনিয়াম) কার্ডের সেবা ঘোষণা করেছে।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, কার্ড হোল্ডারদের জীবনধারায় পরিবর্তন আনতে আমরা ধারাবাহিকভাবে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসার চেষ্টা করে আসছি। ইস্টার্ন ব্যাংকের সঙ্গে এ নতুন কার্ডগুলোর মধ্য দিয়ে আমরা কার্ড হোল্ডারদের জন্য এক নতুন দ্বার উন্মোচন করার প্রত্যাশা করি।
ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার বলেন, মাস্টারকার্ডের ডেবিট ও ক্রেডিট কার্ড চালুর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পোর্টফোলিওতে যুক্ত করে আমরা গর্বিত। আশা করি কার্ড হোল্ডারদের নিত্যনতুন চাহিদা পূরণ করে নতুন পরিসরে ইবিএল গ্রাহকদেরর জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করবে।
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী, মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট গীতাংক ডি. দত্তসহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Share this content: