আন্তর্জাতিকলিড নিউজ

মালালাকে ‘অনারারি’ কানাডিয়ান নাগরিকত্ব প্রদান ট্রুডোর

এবিএনএ : মালালা ইউসুফজাইকে ‘অনারারি’ বা সম্মানসূচক কানাডিয়ান নাগরিকত্ব প্রদান করছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার পার্লামেন্টে সর্ব কনিষ্ঠতম সদস্য হিসেবে উচ্চারিত হতে যাচ্ছে মালালার নাম। সেই সঙ্গে ষষ্ঠতম সদস্য হিসেবে দেশটির এই বিরল সম্মাননা পেতে যাচ্ছেন পাকিস্তানে নারী শিক্ষা নিয়ে কাজ করা এই ১৯ বছরের কিশোরী।
দেশটিতে মালালার সফরের প্রাক্কালে ট্রুডো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন। এছাড়া এক বিবৃতিতে তিনি আরো বলেন, ‘আমি মালালা ইউসুফজাই এর আসন্ন কানাডা সফরকে সামনে রেখে বলছি, জীবনের হুমকীদাতাদের বিরুদ্ধে তার প্রতিক্রিয়া ও নারী শিক্ষার প্রচারণায় তিনি সমগ্র বিশ্বের অগুনিত মানুষকে যেভাবে অনুপ্রাণিত করছেন, তার এই গল্প সংকল্প ও মর্যাদার প্রতীক এবং কানাডা খুবই গর্বিত তাকে সম্মানসূচক নাগরিকত্ব দিতে পেরে।’
কানাডার পার্লামেন্টে সর্ব কনিষ্ঠতম সদস্য হিসেবে তাকে পরিচয় করিয়ে দেয়ার অনুষ্ঠানে যোগ দিতে এবং ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হতে আমি মুখিয়ে আছি বলেও অনুভূতি ব্যক্ত করেন ট্রুডো।
তবে ২০১৪ সালেই মালালাকে নাগরিকত্ব প্রদানের ঘোষণা করেছিলো কানাডা যখন তিনি ১৬ বছরের এক কিশোরী ছিলেন। কিন্তু আসন্ন কানাডা সফরে তিনি আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা গ্রহণ করবেন বলে জানা গেছে। সফরকালে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন ও সেদেশের পরিবেশবান্ধব উন্নয়ন ও নাগরিক বিকাশ প্রসঙ্গে আলোচনায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

Share this content:

Related Articles

Back to top button