
এবিএনএ: স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী দুটি জায়গায় জিরো টলারেন্সের কথা বলেছেন, জঙ্গি-সন্ত্রাস ও মাদক। জঙ্গি ও সন্ত্রাস দমনে গণমাধ্যম আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জোরাল ভূমিকা পালন করেছে। মাদক থেকে মানুষ মুক্তি চায়। মাদক নির্মূলেও গণমাধ্যমের অগ্রণী ভূমিকা প্রয়োজন।’ আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেডের দৈনিক ‘সময়ের আলো’’ পত্রিকার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশেনর চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘গণমাধ্যম হিসেবে অনেক ঝুঁকি থাকবে, চ্যালেঞ্জ থাকবে। সেগুলো মোকাবেলা করে দেশ, জাতির কল্যাণে এগিয়ে যাবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের অম্লমধুর সম্পর্ক। কখনো ভালো কখনো খারাপ। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এর ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার নেতৃত্বে পেশাগত দায়িত্বপালনে আমরা আগের তুলনায় অনেক বেশি সহযোগিতা পেয়েছি। এর কারণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মিডিয়াবান্ধব।’
ইকবাল সোবহান আরও বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই দৈনিক সময়ের আলো পত্রিকার জন্ম ও পদযাত্রা শুরু হলো। গণমাধ্যমের কাজ নিয়মের বাইরে যারা অনিয়ম করছে তাদের মুখোশ টেনে উন্মোচন করা। সত্য প্রকাশেই গণমাধ্যমের কাজ। সময়ের আলো পত্রিকাটি সেপথেই এগিয়ে যাবে।’ তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে আমরা হব সমৃদ্ধ উন্নত দেশ। শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে গোলাবারুদের প্রয়োজন নেই, প্রয়োজন সবার আন্তরিকতা, সততা। দেশ যেভাবে অর্থনৈতিক, রাজনৈতিকভাবে বৈশ্বিক অঙ্গনে এগিয়ে গেছে, সে পথযাত্রার অংশীদার হলো পত্রিকাটি। উন্নয়নের প্রতিচ্ছবি, জনকল্যাণকর সংবাদ পরিবেশন এবং সাদাকে সাদা, কালোকে কালো হিসেবে উল্লেখ করবে পত্রিকাটি। দেশের অর্থনৈতিক উন্নতি ও সাফল্যের নেপথ্যে যাদের অবদান তাদের সাফল্যগাঁথাও তুলে ধরা হবে।’
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। এর প্রমাণ নতুন দৈনিকের পদযাত্রা। সমাজে এখনো অনেক মানুষ উপেক্ষিত। হলুদ সাংবাদিকতার জন্য অনেকে এখনো কষ্ট পান। সেখানে সময়ের আলো সঠিক সাংবাদিকতার মাধ্যমে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে, মানুষের আস্থা তুলে ধরবে, সমাজের ত্রুটি বিচ্যুতি তুলে ধরবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, আমিন মোহাম্মদ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ ও আমিনুল হক নাবিল, সংসদ সদস্য সাগুপ্তা এমিলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রতন ও প্রকাশক গাজী আহমদুল্লাহ।
Share this content: