
এবিএনএ : মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকার একটি বাড়ি থেকে শুক্রবার রাতে জঙ্গি সন্দেহে আটক ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শনিবার সকালে শালিখা থানা পুলিশ এ মামলা করে। মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আসামিদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, আটক ৮ জনের মধ্যে বাড়ির মালিক জেলা জামায়াতের নেতা অ্যাডভোকেট ফরিদ আহম্মেদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। অপর সাতজনের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা করেছে শালিখা থানা পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
তিনি আরও জানান, আটক আটজনের বিষয়ে তদন্ত চলছে। প্রকৃত তথ্য উদঘাটনে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ওই বাড়ির মালিকসহ সন্দেহভাজন ৮ জঙ্গিকে আটক করে। এ সময় সেখান থেকে জিহাদি বই, ইলেক্ট্রনিক্স ডিভাইসসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।
Share this content: