জাতীয়বাংলাদেশলিড নিউজ

মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে হত-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এবিএনএ : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে হত-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রেসক্লাবের সামনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব আহ্বায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিকের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামাল হোসেন বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছমিন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মতিন, মনোহরগঞ্জ বার্তার সম্পাদক আবুল কামাল আজাদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী হাজ¦ী সেলিম জাহাঙ্গীর, উপজেলা যুবলীগ আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান (শাহিন জিয়া), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সেলিম কাদের চৌধুরী, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি গোলাম রহমান দুর্জন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মুরশিদুর রহমান সোহেল, বেলাল হোসেন, আবদুল বাকি মিলন, জিএম আহসান উল্লাহ সোহাগ প্রমুখ। প্রেসক্লাব যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন, যুবলীগ নেতা সফিকুর রহমান, প্রেসক্লাব সাবেক সেক্রেটারী অহিদুর রহমান, প্রেসক্লাব সদস্য তমাল মজুমদার খোকন, কাজী মাসুদ আলম, আলমগীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মাওলানা মাহবুব, আবুল কালাম, নাছির উদ্দিন, মোস্তফা মোহাম্মদ, সুমনসহ সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আসলাম শীতবস্ত্র বিতরণের মহতী উদ্যোগের জন্য প্রেসক্লাব সভাপতিসহ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন সংগঠন ও সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানান।

Share this content:

Related Articles

Back to top button