বাংলাদেশরাজনীতিলিড নিউজ

মওদুদের বুদ্ধিতে চললে ফখরুলও ডুববেন : ওবায়দুল কাদের

এবিএনএ: মওদুদ আহমদের বুদ্ধিতে চললে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মতো ডুববেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার রাজধানীর চকবাজারে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির হাতে দেশ ও গণতন্ত্র নিরাপদ নয়। তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দলে পরিণত হয়েছে। তারা গণতন্ত্রের জন্য মায়াকান্না করছে।’ এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে কটাক্ষ করে তিনি বলেন, ‘গঠনতন্ত্র পরিবর্তের মাধ্যমে বিএনপি দেউলিয়া দলে পরিণত হয়েছে। মওদুদ আহমদের বুদ্ধিতে চললে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও খালেদা জিয়ার মতো ডুববেন।’ আন্দোলন নয়, বিএনপি নির্বাচন বানচাল করতে আবারও নাশকতার ছক কষছে বলে মন্তব্য করে সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। আপনারা সবাই ঐকবদ্ধ থাকুন। দেশে কোনো নাশকতা, সহিংসতা করতে দেওয়া যাবে না।’ এ সময় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

Share this content:

Related Articles

Back to top button