বাংলাদেশরাজনীতিলিড নিউজ

ভুল-ত্রুটির মধ্যে এইসরকার সবচেয়ে ভালো: কাদের

এবিএনএ : নানা ভুল-ত্রুটি থাকলেও বর্তমান সরকারকে বাংলাদেশের সবচেয়ে ভালো সরকার হিসেবে দাবি করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগের ভুল-ত্রুটি থাকতে পারে। অতীতে কেউ এর চেয়ে ভালো সরকার দিতে পারেনি, দিতে পারবেও না।’ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভার প্রধান অতিথির বক্তব্যে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এই দাবি করেন। আগামী নির্বাচনে আবারও জনগণের সমর্থনও চান তিনি। আগামী ২২ মার্চ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করবে জানিয়ে কাদের বলেন, ‘সরকারের উন্নয়ন প্রচেষ্টার ফলে এই অর্জন সম্ভব হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাবে।’ আগামী নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগ নেতা বলেন, ‘সামনে নির্বাচন। এ জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। দেশে স্থিতিশীলতা থাকুক, এ জন্য কাজ চলছে। নির্বাচনে সিদ্ধান্ত হবে কে ক্ষমতায় আসবে…জনগণ চাইলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, না চাইলে ক্ষমতায় থাকবে না বলেও মন্তব্য করেন কাদের।’

‘আমরা জোর করে নির্বাচন করিনি, ক্ষমতায় থাকিনি। নির্বাচন করে ক্ষমতায় এসেছি, নির্বাচনের মাধ্যমে সরে গেছি। জোর করে ক্ষমতায় থাকার ইতিহাস আওয়ামী লীগের নেই, বিএনপির আছে।’ জনগণের কাছে সরকারের সাফল্য তুলে ধরারও আহ্বান জানান কাদের। বলেন, ‘শুধু সভা-সমাবেশ করলেই চলবে না। ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট দেওয়ার অনুরোধ করতে হবে। সরকারের উন্নয়ন এবং সামগ্রিক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে।’ আওয়ামী লীগ নতুন ভোটারদের শক্তিকে কাজে লাগাতে চায় জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘নতুন ভোটারের অর্ধেকের বেশি নারী, এই নারী ভোটারদের ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হবে।’ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

Share this content:

Related Articles

Back to top button